ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাস-দোকান মালিকদের করের আওতায় আনতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
বাস-দোকান মালিকদের করের আওতায় আনতে হবে বক্তব্য রাখছেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীসহ সারা দেশের বাস-ট্রাকের মালিক, চালক ও দোকানদারকে করের আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক।

‘রাজস্ব হালখাতা ও বৈশাখ উৎসব’ উপলক্ষে সোমবার (১৬ এপ্রিল) দুপুরে ‌‌জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ দরদাতা ইউনিট (এলটিইউ) পরিদর্শন ও মতবিনিময় সভায় রাজস্ব আয়ের আওতা বাড়াতে এনবিআরকে এ আহ্বান জানান তিনি।

জাহিদ মালিক বলেন, এনবিআরে আইটির যতো প্রয়োগ হবে, রাজস্ব সংগ্রহ ততো বাড়বে।

দেশে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে। এনবিআরের নীতি আরও সহজ করা দরকার। করবান্ধব পলিসি দরকার।

তিনি বলেন, এখন সারা দেশে মাত্র ৩৫ লাখ লোকের ই-টিআয়এন নম্বর (নিবন্ধিত কর) রয়েছে।  এর মধ্যে ১৫ লাখ লোক আয়কর দেয়। অথচ ১৬ কোটি মানুষের দেশে এটা অন্তত ১ কোটি হওয়া উচিৎ।

দেশের অর্থনীতির উন্নয়নে ব্যাংক, বিমা এং পুঁজিবাজারের বড় ভূমিকা রয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, দেশের স্বার্থে দ্রুত ব্যাংকিং সেক্টরের সমস্যাগুলো সমাধানের পাশাপাশি পুঁজিবাজারকে চাঙ্গা রাখা দরকার।

এসময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় এলটিইউ’র প্রধান কর কমিশনার অপূর্ব কান্তি দাসসহ এনবিআরের কর কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমএফআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।