ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শরীয়তপুরে ২ দিনব্যাপী শিশু মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
শরীয়তপুরে ২ দিনব্যাপী শিশু মেলা শুরু র‌্যালি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরে দুই দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

এর আগে মেলা উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলাস্থলে গিয়ে শেষ হয়।

 

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

এসময় জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিন, এনডিসি কামরুল হাসান সোহেল, সহকারী কমিশনার মো. মাহমুদ আল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলায় ব্র্যাক, এসডিএস, জীবন বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পেয়েছে। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম (পঞ্চম পর্যায়)’ শীর্ষক প্রকল্প জিওবি খাতের আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শুরু হওয়া দুই দিনব্যাপী এ শিশু মেলা বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।