ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে অবৈধ পণ্য প্রতিরোধে স্ক্যানার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
বেনাপোল বন্দরে অবৈধ পণ্য প্রতিরোধে স্ক্যানার স্ক্যানার মেশিনের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোশারেফ হোসেন ভূঁইয়া

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধপথে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে মোবাইল স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) দুপুর ১টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া ফিতা কেটে স্ক্যানার মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

এসময় ভারত থেকে আমদানি করা একটি পণ্য বোঝায় ট্রাকের পরীক্ষামূলক স্ক্যান করা হয়।

জানা যায়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক বৃদ্ধিতে চীন সরকার ৯৬ কোটি টাকা মূল্যের ৪টি স্ক্যানার মেশিন অনুদান দেয়। এরআগে চায়না থেকে ৩টি স্ক্যানার মেশিন কেনা হয়। অনুদানের ৪টি স্ক্যানার মেশিনের মধ্যে একটি বেনাপোল বন্দরে, একটি মোংলা বন্দর, একটি চট্টগ্রাম বন্দর ও আর একটি ঢাকা কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপোসতে (আইসিডি) স্থাপন করা হয়েছে।
মোবাইল স্ক্যানার মেশিন কন্ট্রোলরুম
আর আগের কেনা ৩টি স্ক্যানার মেশিন রয়েছে চট্টগ্রাম বন্দরে। বাণিজ্য প্রসারে চলতি বছরে আরও কয়েকটি স্ক্যানার মেশিন আমদানি করা হবে বলেও জানা যায়।

এই স্ক্যানার মেশিনটির ছয় মাসের তত্ত্বাবধায়নে থাকবে বাংলাদেশের ফাইবার নুকটেক নামে একটা বেসরকারি প্রতিষ্ঠান।  

বন্দর সূত্রে জানা যায়, এই মোবাইল স্ক্যানার মেশিনের মাধ্যমে সম্পূর্ণ রূপে অবৈধ পণ্য চালান প্রবেশ রোধ করা সম্ভব হবে। পণ্যবাহী ট্রাকে ঘোষণা বর্হিভূত কোনো পণ্য থাকলে তা স্ক্যানার মেশিনে ছবির মতো ধরা পড়বে। এছাড়া স্থাপিত স্ক্যানার মেশিনটি বন্দরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সন্দেহভাজন পণ্যবাহী ট্রাক স্ক্যানার করতে পারবে।

স্ক্যানার মেশিন উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান মোশারফ হোসেন বন্দরের ৯ নম্বর গেট উদ্বোধন করেন। পরে বন্দর, কাস্টমস, ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য রেজাউল হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হুসাইন চোধুরী, বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম, ফাইবার নুকটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুলফিকার রহমান, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন ও বাংলাদেশ স্থলবন্দর এমপ্লয়িজ ইউনিয়নের সহসভাপতি মনির হোসেন মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এজেডএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।