ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউপে ভার্চুয়াল ব্যাংকনোট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মে ১, ২০১৮
ইউপে ভার্চুয়াল ব্যাংকনোট

ঢাকা: দেশের বেশিরভাগ মানুষ ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত। তারা নগদ টাকায় লেনদেন করতে অভ্যস্ত। কিন্তু এজন্য সবসময় নগদ টাকা চুরি ও ছিনতাইয়ের ঝুঁকি থাকে। 

অথচ প্রায় ১৬ কোটি মানুষের মাত্র সামান্য একটি অংশ সহজে ব্যবহারযোগ্য এবং নিরাপদ মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে। মোবাইল ব্যাংকিং-এ সবচেয়ে বড় বাধাটি ছিল মনস্তাত্ত্বিক।

মানুষজন নগদ টাকা লেনদেনে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারছে না।  
 
তাই ইউপে তৈরি করেছে ভার্চুয়াল ব্যাংকনোট। কম্পিউটারে তৈরি নোট যা যেকোনো মূল্যের এবং সংখ্যার হতে পারে (যেমন, ১১.৫০ টাকা, ২৩৪৪৫.৫০ টাকা, ৯৬.৫০ টাকা)। তাই, ইউপে অ্যাপে লেনদেন করার সময় চাহিদামতো কিউ আর কোডটি সঠিক পরিমাণের ভার্চুয়াল নোটে রুপান্তরিত হবে।  
খুব সহজেই বাংলাদেশের ব্যাংক সুবিধাবঞ্চিত মানুষজন ব্যাংকিং সুবিধা পাবে এবং ক্রমাগত নিরাপদ ও সুবিধাজনক আধুনিক মোবাইল ব্যাংকিং-এর প্রতি উৎসাহিত হবে।  
 
ভার্চুয়াল ব্যাংকনোট ও আর্থিক লেনদেন করায় বাংলাদেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশের কর প্রদান নিশ্চিত হবে যার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি হবে।

ভার্চুয়াল ব্যাংকনোট প্রযুক্তিটি ২০১৭ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড 'ইউপে অ্যাপ' নামে মোবাইল ব্যাংকিং পদ্ধতির উদ্ভাবন করে। যা ক্যাশলেস এবং সর্বজনীন প্রচারের গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বাংলাদেশের যেকোনো মোবাইল ফোন নম্বর ব্যবহার করে যেকোনো জায়গায় লেনদেন করা যাবে।  

গুগল প্লে এবং অ্যাপ স্টোর-এর মাধ্যমে ইউপে মোবাইল ব্যাংকিং এখন আধুনিক বিশ্বের সঙ্গে সংযুক্ত।  

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, মে ০২, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।