ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউএস-বাংলার কুরিয়ার সেবা ইউএসবি এক্সপ্রেস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ৩, ২০১৮
ইউএস-বাংলার কুরিয়ার সেবা ইউএসবি এক্সপ্রেস

ঢাকা: পণ্যের যথাযথ নিরাপত্তা, অবস্থান নিশ্চিতকরণ, দ্রুত সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিগগির আন্তর্জাতিক মানের কুরিয়ার সার্ভিস শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান ইউএসবি এক্সপ্রেস। এজন্য সারাদেশের বিভিন্ন জেলা শহরে নিজস্ব অফিস, ফ্র্যাঞ্চাইজি ও এজেন্ট নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৩ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তুলনামূলক কম খরচে পণ্যের মান বজায় রেখে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন সেবাপ্রদানকারী কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউএসবি এক্সপ্রেস।

দেশে-বিদেশে দ্রুততার সঙ্গে পণ্য পৌছাতে ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করে পণ্যের অবস্থান সুনিশ্চিতের মাধ্যমে প্রথমদিন থেকেই আধুনিক সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ০৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।