ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সবজির বাজারেও একদাম!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মে ১৯, ২০১৮
সবজির বাজারেও একদাম! কাঁচাবাজারে সবজিও বিক্রি হচ্ছে একদামে। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভাই, বেগুন কত? বিক্রেতার উত্তর, লম্বাটা ১০০, দুই ধরনের গোল বেগুন ৮০ টাকা করে।  ক্রেতা ফের জানতে চাইলেন একটু কম হবে? বিক্রেতার সোজা সাপ্টা উত্তর, আগে বাড়ান।

শনিবার (১৯ মে) দুপুরে রাজধানীর শুক্রাবাদ ও রাজাবাজারের দু’টি কাঁচাবাজারের শুধু এ রকম বেগুনের দামই হাঁকান না বিক্রেতারা; প্রায় সব সবজির দামেরই একই অবস্থা।  

একদামেই বিক্রিই করছেন তারা।

বিক্রেতারা বলছেন, ‘মন চাইলে নেন, না হলে নাই। ’ কোনো প্রকার ডাকাডাকি বা অনুরোধের বালাই নেই। যেটা রোজার আগে দেখা যেতো।  

গরুর মাংসের দোকানেও একই অবস্থা। সিটি করেপোরেশন ৪৫০ টাকা দাম নির্ধারণ করে দিলেও ৫০০ টাকা একদামে গরুর মাংস বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম ১৬০ টাকা। সেখানেও কোনো নড়চড় নেই।  

নিরুপায় হয়ে রমজানে এসব কিনতেই হচ্ছে ক্রেতাদের। কারণ পাশের শীতাতপ নিয়ন্ত্রিত সুপারশপগুলোতে এ দামের চেয়ে বিভিন্ন সবজিতে ৫/১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, দাম তো বাড়াবেই, তার ওপর আবার ভ্যাট। সব মিলিয়ে কাঁচা বাজারই ভরসা।  

অন্যদিকে মাছের বাজারেও দাম বাড়তির দিকে। শুধু মাত্র তেলাপিয়া ১৪০ টাকা করে। রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা।    বাকি সব মাছ ২৫০ টাকার উপরে।

এছাড়া শসা ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, পটল ৫০ টাকা. বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।  

এক দামে বিক্রির কারণ জানতে চাইলে শুক্রাবাদ বাজারের এক কাঁচা বাজার দোকানি জানালেন, পকেট থেকে টাকা দিয়ে কী ব্যবসা করমু নাকি? 

আরও পড়ুন>>
** 
আবারও বাড়লো চিনি-ছোলার দাম

‘কারওয়ান বাজারেই তো সবজির দাম বেশি। আমাদের দোষ কী? যারা পাইকারি বিক্রি করে তাদের ধরেন। রমজানে বেশি কথা বলতে পারবো না। তাই একদামে বিক্রি করছি,’ সোজা উত্তর দিয়ে ফের বিক্রিতেই ব্যস্ত হয়ে পড়লেন ওই বিক্রেতা।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ১৯, ২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।