ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানিকগঞ্জে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৮
মানিকগঞ্জে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল বসুন্ধরা সিমেন্ট সেক্টরের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: বসুন্ধরা সিমেন্ট খাতের উদ্যোগে মানিকগঞ্জে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।মানিকগঞ্জ অঞ্চলের ডিলার ও রিটেইলারদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বধূবরণ কমিউনিটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ঢাকা উইংসের এজিএম মো. পলাশ আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বসুন্ধরা সিমেন্টের ডিস্ট্রিবিউশন শাখার এজিএম সাইফুর রহমান জুয়েল, ঢাকা ডিভিশনাল সেলস ম্যানেজার এ কে এম লুতফুল হক খসরু।

এছাড়া বসুন্ধরা সিমেন্টের মানিকগঞ্জ জেলার ডিস্ট্রিবিউটর রহিম খান, আব্দুস সামাদ, ফিরোজ কবির, মিন্টু মিয়া, শহিদুল ইসলাম সিকদার, আলমগীর হোসেন, ইস্রাফিল হোসেন এবং মোহাম্মদ আলীসহ শতাধিক রিটেইলার উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।