ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ জোনে সড়ক উন্নয়নে ৩৩৬৮ কোটি টাকা অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মে ২৯, ২০১৮
৫ জোনে সড়ক উন্নয়নে ৩৩৬৮ কোটি টাকা অনুমোদন একনেকের সভা।

ঢাকা: রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট জেলার সমস্ত মহাসড়কের যথাযথ মানোন্নয়ন ও প্রশস্তকরণে ৩ হাজার ৩৬৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

চলতি সময় থেকে জুন ২০২০ সালের মধ্যে ৫ জেলার সমস্ত মহাসড়ক নেটওয়ার্কের মান উন্নয়ন, নিরাপদ, অারামদায়ক, সময় এবং ব্যয় সাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী অাহম মুস্তফা কামাল সড়কগুলোর নানা সমস্যা তুলে ধরেন।

এ সময় পরিকল্পনা মন্ত্রী অাহম মুস্তফা কামাল বলেন ,‘পাঁচ জোনে সড়কগুলো খুবই ক্ষতিগ্রস্ত ও বৃষ্টি নষ্ট হয়ে গেছে। এ সড়কগুলো যাতায়াতের উপযোগী করার এ অনুমোদন দেওয়া হয়েছে। ।

এজন্যে রাজশাহী জোনে ৭৬৭, রংপুরে ৬৫৪, খুলনায় ৭৫৬,  চট্টগ্রামে ৬৫২ এবং সিলেট জোনে ৫৩৮ কোটি টাকা ব্যয় করা হবে। এসব জেলার অাওতাধীন সব সড়ক বিভাগের ক্ষতিগ্রস্ত জেলা মহাসড়ক মেরামত ও পুনর্বাসন করা হবে। যাতে করে বেহাল সড়কের দুর্ভোগ থেকে ৫ জেলার মানুষ রক্ষা পান।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমআইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।