ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্মীপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৮
লক্ষ্মীপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল লক্ষ্মীপুরে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: দেশ ও মানুষের কল্যাণে কাজ করা বসুন্ধরা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে লক্ষ্মীপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) শহরেএ কুটুমবাড়ী পার্টি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের কুমিল্লা বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান।

বিশেষ অতিথি ছিলেন- আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল হাসান তপু, লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, মো. আনোয়ার হোসেন ও ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠান পরিচালনা করেন টেরিটরি সেলস এক্সিকিউটিভ রাশেদুল ইসলাম মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন- জেলার সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগরের সিমেন্টের পরিবেশক, ব্যবসায়ী, ঠিকাদার ও নির্মাণ শ্রমিকরা।  

এসময় দোয়া মাহফিলে বসুন্ধরা গ্রুপ ও দেশ এবং বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এসআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।