ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জার্মান বিজনেস কাউন্সিল গঠন হচ্ছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
জার্মান বিজনেস কাউন্সিল গঠন হচ্ছে

ঢাকা: ঢাকার জার্মান দূতাবাস ও বাংলাদেশে জার্মানিভিত্তিক ব্যবসায়ী কমিউনিটি যৌথভাবে জার্মান বিজনেস কাউন্সিল (জিবিসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকার জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্সের সঙ্গে বাংলাদেশে জার্মানভিত্তিক ব্যবসায়ী কমিউনিটির এক বৈঠকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।  

বুধবার (১৩ জুন) ঢাকার জার্মান দূতাবাস  থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, জার্মানির প্রাইভেট কোম্পানিগুলোর বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এই জিবিসি ফোরাম কাজ করবে। বাংলাদেশ ও জার্মানির ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্ক বাড়ানোর লক্ষ্যে জিবিসি সক্রিয় ভূমিকা পালন করবে।

ঢাকার জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্সের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সিমেন্স বাংলাদেশের সিইও প্রবাল বোস, ডিএইচএল  কোম্পানির কান্ট্রি ম্যানেজার নুরুদ্দিন চৌধুরী, বিএএসএফ এর ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুল হাসান, জার্মানির কমার্স ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তৌফিক আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।