ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটি চেয়ারম্যান সিরাজুল ইসলাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটি চেয়ারম্যান সিরাজুল ইসলাম

ঢাকা: বেসরকারি খাতের প্রাইম ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী সিরাজুল ইসলাম মোল্লা।

সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাকে নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত করে। সোমবার (২৫ জুন) ব্যাংকটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সিরাজুল ইসলাম প্রাইম ব্যাংকের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডাস্ট্রিজ, বাজনাবো টেক্সটাইল মিল্স ও ইউনাইটেড শিপিং লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষা কার্যক্রমে জড়িত। তিনি নরসিংদীর শিবপুরে বাজনাবো আবুল ফয়েজ মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ‘সমাজ সেবা ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।