ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধর্মঘট প্রত্যাহারে বেনাপোল-পেট্রাপোল বন্দর সচল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
ধর্মঘট প্রত্যাহারে বেনাপোল-পেট্রাপোল বন্দর সচল ফাইল ছবি

বেনাপোল (যশোর): একদিন বন্ধ থাকার পর আবারো সচল হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। এতে নিস্তেজ হওয়া বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বুধবার (২৭ জুন) দুপুরের পর থেকে এপথে আমদানি-রফতানি শুরু হয়।

এর আগে বেনাপোল বন্দরে আগুনে পুড়ে যাওয়া ভারতীয় ট্রাকের ক্ষতিপূরণসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার (২৬ জুন) সকালে ভারতের পেট্রাপোল বন্দরের ইমপোর্ট-এক্সপোর্ট মেইনটেন্যান্স কমিটি ধর্মঘটের ডাক দেয়। এতে এপথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

একদিন বন্ধ থাকায় বেনাপোল বন্দর এলাকায় বেড়েছে যানজট। আমদানি পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা আরেফিন বাংলানিউজকে জানান, এ পর্যন্ত ১৮২ ট্রাক আমদানি পণ্য ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। রফতানি কার্যক্রমও শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, উভয় পক্ষ্যের মধ্যে সন্তোষজনক আলোচনার মাধ্যমে সংকট সমাধান হওয়ায় বাণিজ্য সচল হয়েছে। দ্রুত পণ্য খালাসের জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ২৭ জুন ২০১৮
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।