ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০ জুন ব্যাংক খোলা থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
৩০ জুন ব্যাংক খোলা থাকবে

ঢাকা: আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে শনিবার (৩০ জুন) তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।

বুধবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে চেক-চালান-পেঅর্ডার-ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের যেসব শাখায় এসব অর্থ জমা নেওয়া হবে, সেসব শাখা খোলা রাখতে হবে।



অর্থবছরের শুরু হয় ১ জুলাই। শেষ হয় ৩০ জুন। কর আদায়ের বর্ষ অর্থবছর অনুযায়ী হয়। কর আদায় করতে গত কয়েক বছর ধরে ৩০ জুন ছুটির দিন হলেও খোলা রাখতে নির্দেশনা দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। গত বছরে ৩০ জুন শুক্রবার ছুটির দিন থাকায় খোলা রাখার নির্দেশনা দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।