ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসিআই ও এমবিএ’র মধ্যে চুক্তি সই 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এসিআই ও এমবিএ’র মধ্যে চুক্তি সই  এসিআই ও এমবিএ’র চুক্তি সই অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বৃহত্তম কনজ্যুমার ব্র্যান্ড এসিআই ও বিশ্বের এক নম্বর মিডিয়া এজেন্সি গ্রুপ-এমের অঙ্গপ্রতিষ্ঠান এমবিএ এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তি অনুযায়ী এসিআইয়ের বেশকিছু পণ্যের মিডিয়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে এমবিএ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর, বিজনেস ডিরেক্টর মো. কামরুল হাসান, ফারিয়া ইয়াসমীন, বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নাহিদ নেওয়াজ।

অন্যদিকে গ্রুপ-এমের পক্ষে থেকে ছিলেন- ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম, এমবিয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর রাহাত সোহেল অনন্যা ছাড়াও মাহাবুব আলম ও আহসানুল করিম সানি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।