ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নলডাঙ্গা পৌরসভার সাড়ে ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
নলডাঙ্গা পৌরসভার সাড়ে ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাহেব আলী

নাটোর: নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের সাড়ে ১৪ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র সাহেব আলী।  

বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১৪ কোটি ৭০ লাখ টাকা ও ব্যয় ১৪ কোটি ৫০ লাখ টাকা।

উদ্বৃত্ত রাখা হয়েছে ২০ লাখ টাকা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মণ্ডল, সাধারণ অধ্যাপক এসএম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, পৌর আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খান, সমাজ সেবক ইয়াছিন উর রহমান, অধ্যাপক আনিছুর রহমান, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনূর রশিদ, নলডাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুজ্জামান মুনির প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব তাজুল ইসলাম, হিসাব রক্ষক ওমর ফারুকসহ পৌরসভার সব কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।