ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনারগাঁও পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
সোনারগাঁও পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ: নতুন কোনো কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জরে সোনারগাঁও পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪৯ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৪ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৩৪৪ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৭৫ লাখ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৬১ হাজার ৩৪৪ টাকা।

এছাড়া রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়। পৌর মেয়র সাদেকুর রহমানের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করেন পৌর সচিব মো. সামসুল আলম।

এ সময় সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর শাহাজালাল মিয়া, নাঈম আহমেদ রিপন, মোতালেব মিয়া, আলী আকবর, রফিকুল ইসলাম, ফারুক আহম্মেদ তপন, সংরক্ষিত কাউন্সিলর জাহেদা আক্তার মনি, নুরুননাহার রিতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।