ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদায়ী বছরে ডিএসইতে লেনদেন কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
বিদায়ী বছরে ডিএসইতে লেনদেন কমেছে

ঢাকা: বিদায়ী বছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে ২১ হাজার ৪৩৭ কোটি টাকা। যা শতাংশের হিস‍াবে ১১ দশমিক ৮৮ শতাংশ কম। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই স‍ূত্র জানায়, ২০১৭-১৮ অর্থ বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৮৫ কোটি ২ লাখ টাকা। এর আগের অর্থ বছরের (২০১৬-১৭) তুলনায় ২১ হাজার ৪৩৭ কোটি টাকা বা ১১ দশমিক ৮৮ শতাংশ কম।


 
২০১৭-১৮ অর্থ বছরে ২৪৬ কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৬৪৬ কোটি ৬ লাখ টাকা৷ এর আগের একই অর্থ বছরে ২৩৯ কার্যদিবসে মোট ১ লাখ ৮০ হাজার ৫২২ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছিলো। যা দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিলো ৭৫৫ কোটি ৩ লাখ টাকা।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এমএফআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।