ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপায়ন গ্রুপের অর্ধবার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
রূপায়ন গ্রুপের অর্ধবার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: সফলভাবেই রূপায়ন গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড ও রূপায়ন ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের শতাধিক সেলস টিম লিডার উপস্থিত ছিলেন।

এ সময় ছয় মাসের দলগত টার্গেট অজর্নকারী ১০ টিম লিডারকে সম্মাননা ও আর্থিক প্রণোদনা দেওয়া হয়।

রূপায়ন গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুলের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, উপদেষ্টা সাদাত হোসেন সেলিমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ।

এ সময় পরবর্তী ছয় মাসের সেলস টার্গেট অর্জনের লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন সেলস টিম লিডাররা। ম্যানেজমেন্টের পক্ষ থেকে নতুন ইনসেন্টিভ পলিসি ঘোষণা দেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৮
এমআইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।