ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বার্জার পেইন্টস্ এর সভা অনুষ্ঠিত, লভ্যাংশ ঘোষণা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
বার্জার পেইন্টস্ এর সভা অনুষ্ঠিত, লভ্যাংশ ঘোষণা

ঢাকা: বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের ৮ম বিশেষ সাধারণ সভা এবং ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, ঢাকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জেরাল্ড কে. এডামস্।

সভায় ২০১৭-১৮ বছরের জন্য ১০০ শতাংশ বোনাস শেয়ার এবং ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং পরিচালক অনীল ভাল্লা, কে.আর. দাশ, জাঁ-ক্লদ লুত্রই, আনিস এ. খান, মাসুদ খান, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা ও আব্দুল খালেক এবং কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক সভায় উপস্থিত ছিলেন। বিশেষ সাধারণ সভায় কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করা হয়।

পর্ষদের সভাপতি ৩১ মার্চ ২০১৮ তারিখে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কাছে পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরেন। রূপালী চৌধুরী উপস্থিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।