ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএনসিসির ২৫৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
ডিএনসিসির ২৫৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা বাজেট ঘোষণা করছেন প্যানেল মেয়র ওসমান গণি। ছবি: বাংলানিউজ

ঢাকা: চলতি অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২ হাজার ৫৬৭ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

এ বাজেটের নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৫৭ কোটি ২০ লাখ টাকা। আর সরকারি অনুদান হিসেবে ধরা হয়েছে ২০০ কোটি।

তাছাড়া সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি।

সোমবার (৩০ জুলাই) দুপুরে ডিএনসিসির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র ওসমান গণি।

এ সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্যানেল মেয়র জামাল মোস্তফা, কাউন্সিলররা।

বাজেটে চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ১ হাজার ৯৬২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা মোট বাজেটের ৭৬ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।