ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নড়াইলের কালিয়ায় মধুমতি ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
নড়াইলের কালিয়ায় মধুমতি ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন  বক্তব্য রাখছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। ছবি: বাংলানিউজ

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় মধুমতি ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ জুলাই) দুপুরের দিকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন।
 
ব্যাংকটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মধুমতি ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপি, ভাইস চেয়ারম্যান শেখ সালাহ উদ্দিন, কালিয়া পৌর মেয়র মুশফিকুর রহমান লিটনসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।