ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার প্রকল্পে ‘বসুন্ধরা সিমেন্ট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
গাজীপুর-এয়ারপোর্ট ফ্লাইওভার প্রকল্পে ‘বসুন্ধরা সিমেন্ট’ বসুন্ধরা সিমেন্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান/ছবি: শাকিল

ঢাকা: সাড়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্যের ৬ লেন ফ্লাইওভার (বিআরটি গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্পে ব্যবহার করা হবে ‘বসুন্ধরা সিমেন্ট’।

বৃহস্পতিবার (২ আগস্ট) হোটেল লা মেরিডিয়ানে এ উপলক্ষে বসুন্ধরা সিমেন্ট ও জিয়াংসু প্রভিনশিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি প্রকৌশলী একেএম মাহবুব-উজ-জামান এবং জিয়াংসু প্রভিনশিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রতিনিধি জি লি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) খন্দকার কিংশুক হোসেন বলেন, বসুন্ধরা সিমেন্ট হলো দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড। আমরা বড় বড় মেগা প্রকল্পের গর্বিত অংশীদার।

জি লি বলেন, দেশের স্বনামধন্য সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের সঙ্গে চুক্তি করতে পেরে গর্ববোধ করছি। একইসঙ্গে আমরা খুবই খুশি যে ঢাকার মতো একটা শহরে আমরা কাজ করার সু্যোগ পেয়েছি।

বসুন্ধরা সিমেন্ট অত্যাধুনিক (ভিআরএম) প্রযুক্তির মাধ্যমে বছরে ৫ মিলিয়ন মেট্রিক টনের বেশি সিমেন্ট উৎপাদন করছে। দেশের মেগা স্থাপনাগুলোতে বসুন্ধরা সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ৪ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৬ লেন ফ্লাইওভার (বিআরটি গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্প নির্মাণ কাজে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। জিয়াংসু প্রভিনশিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড এ প্রকল্পে ১ লাখ মেট্রিক টনের বেশি সিমেন্ট ব্যবহৃত হবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়াংসু প্রভিনশিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের সহকারী প্রকল্প প্রতিনিধি লিউ হেইবেই, প্রজেক্ট ম্যানেজার সান টাইপিং, ম্যাটেরিয়াল ম্যানেজার সু জিয়ানপিং, কোয়ালিটি ম্যানেজার হামিদুল হক, বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, সিএফও মো. তোফায়েল হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার সরোজ কুমার বড়ুয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান, সহকারী ম্যানেজার আশিকুর রহমান আশিক, ম্যানেজার কুদরত-ই-এলাহী, জিয়াউল হক ফারহান, সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
ইএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।