ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেস্ট ইলেক্ট্রনিক্সের ‘হেলিকপ্টার ঈদ অফার’ শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
বেস্ট ইলেক্ট্রনিক্সের ‘হেলিকপ্টার ঈদ অফার’ শুরু বেস্ট ইলেক্ট্রনিক্স’র ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামানসহ অন্যান্য র্কমর্কতারা।

ঢাকা: ঈদুল আজহাকে সামনে রেখে ‘হেলিকপ্টার ঈদ অফার- ২০১৮’ শুরু করেছে বিশ্বখ্যাত মাল্টি ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেড। এই অফার ক্রেতাসাধারণের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে।

দেশব্যাপী বেস্ট ইলেক্ট্রনিক্স'র ১২০টি শো-রুম থেকে পণ্য কিনলে থাকছে প্রতিদিন হেলিকপ্টার ভ্রমণ, ম্যাজিক এসএমএস'র মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ফ্রি গিফটের এক বিশাল সমাহার।

এই অফারের রোববার (৫ আগস্ট) প্রথমদিনে যশোরের তালিখোলা পুলিশ লাইন্সের এসএম গোলাম সরওয়ার, রেলরোড যশোরের মুহাম্মাদ এনামুল হক এবং মোল্লাপাড়া যশোরের ফিরোজ আহমেদ, ভাগ্যবান বিজয়ী হিসাবে হেলিকপ্টার ভ্রমণ করেন।

ওই ইলেক্ট্রনিক্স’র শো-রুম থেকে পণ্য কিনে ক্রেতারা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিদিন হেলিকপ্টার ভ্রমণের এ সুযোগ পাবেন ৩১ আগস্ট পর্যন্ত।

এ সময় উপস্থতি ছিলেন বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের ডিরেক্টর সৈয়দ তাহমিদ জামানসহ অন্যান্য র্কমর্কতারা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।