ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়াকার ফুটওয়্যারের আরো ৩ শোরুম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
ওয়াকার ফুটওয়্যারের আরো ৩ শোরুম ফুটওয়্যার ব্র্যান্ড ওয়াকারের শোরুম উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের ফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’ আরো তিনটি শোরুম চালু করেছে। সম্প্রতি রাজধানীর খিলগাঁও, নারায়ণগঞ্জের ভুলতা এবং নরসিংদী সদরে শোরুমগুলো উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

বতর্মানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ওয়াকার ফুটওয়্যারের ১৯টি শোরুম চালু রয়েছে। ওয়াকার শোরুমে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল সু, স্পোর্টস সু, কিডস সু ও সববয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের জুতা ও ফ্যাশন এক্সেসরিজ পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে ওয়াকার ফুটওয়্যারের প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান, ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান ও রিটেইল ম্যানেজার শাহজাহান সানিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।