ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পেল গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পেল গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম

ঢাকা: আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা সংস্থা গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পরামর্শক সদস্য পদ লাভ করেছে।

গত ১ আগস্ট জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে বিশ্বের ৪টি প্রতিষ্ঠানকে এ সদস্য পদ দেওয়া হয়। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম তার মধ্যে অন্যতম ও প্রথম সদস্য।

জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন রাষ্ট্রের পর এটিই সর্বোচ্চ পদ।

এ সদস্য পদ লাভের জন্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম এবং বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং জেনারেল সেক্রেটারি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মামুন-উর-রশিদ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।

এই সদস্য পদ লাভের পর গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম সদস্য দেশগুলোর মধ্যে জাতিসংঘের সহায়ক সংগঠন হিসেবে দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।