ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি সিএমজেএফ’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি সিএমজেএফ’র

ঢাকা: সাংবাদিকদের ওপর হামলাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে পুঁজিবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)। 

বুধবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও সিএমজেএফ সদস্য রাজু আহমেদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, সিএমজেএফের অর্থ সম্পাদক আবু আলী, কার্যনির্বাহী সদস্যরা।

সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসেন।

বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষর্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মী সন্ত্রাসী হামলার শিকার হন। একাধিক সংবাদকর্মীকে রক্তাক্ত করা হয়। সাংবাদিকদের ওপর হামলাকারী এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শস্তির ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, হামলাকারীদের গ্রেফতার করতে সাংবাদিক নেতারা ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এরইমধ্যে ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। বাকি ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে।  

হামলাকারীদের বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চিঠি দেওয়ার বিষয়টি উল্লেখ করে সাংবাদিকরা বলেন, বিষয়টি যেন শুধু চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ না থাকে। সাংবাদিক নেতাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে মিলে সিএমজেএফ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এমএফআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।