ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক-রানার অটোমোবাইলস চুক্তি 

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
সিটি ব্যাংক-রানার অটোমোবাইলস চুক্তি  চুক্তি সই অনুষ্ঠানে সিটি ব্যাংক-রানার অটোমোবাইলস কর্মকর্তারা

ঢাকা: সম্প্রতি রানার অটোমোবাইলস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড মেম্বাররা শূন্য শতাংশ হারে ‘ফ্লেক্সিবাই’ কিস্তিতে দেশের যেকোনো রানার আউটলেট থেকে মোটরসাইকেল কিনতে পারবেন।

সিটি ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম ও রানার অটোমোবাইলসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সনৎ দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব মার্চেন্ট বিজনেস আরিফুর রহমান, রানার অটোমোবাইলসের অ্যকাউন্টস ও ফিন্যান্স ম্যানেজার আমির হোসেন খান, হাসনাত বিন মঈনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।