ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রাজা বাবু’র সঙ্গে সেলফি ঠেকাতে হিমশিম ইতি

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
‘রাজা বাবু’র সঙ্গে সেলফি ঠেকাতে হিমশিম ইতি রাজা বাবুর সঙ্গে সেলফি ঠেকাতে হিমশিম ইতি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গাবতলী পশুর হাটে এবার কোরবা‌নির ঈদে বড় চমক ‘রাজা বাবু’। মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার কৃষক খাইরুল ইসলাম খান্নুর ৫৫ মণ ওজ‌নের ষাঁড় ‘রাজা বাবু’।

রোববার (১৯ আগস্ট) ভোরে হাটে আনা হয়েছে বড় ষাঁড়টিকে। গাবতলী হাটে ষাঁড়টি নিয়ে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা।

কারণ শত শত উৎসুক জনতার ভিড়। কেউ তুলছেন সেলফি, কেউ ব্যস্ত ফটোসেশনে। কিন্তু উৎসুক জনতার এমন আচরণে বিরক্ত ‘রাজা বাবু’। গরম পছন্দ নয় ‘রাজা বাবু’র। মানুষ সরাতে ব্যস্ত ইতি।  ছবি: বাংলানিউজ‘রাজা বাবু’র থাকার ঘ‌রে লাগ‌লো থাকে পাঁচটি ফ্যান, ২৪ ঘণ্টায় ২০ বার করানো হ‌য় গোসল তাকে। অথচ শত শত মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।

উৎসুক জনতাকে হাত-পা ধরে অনুরোধ করা হচ্ছে। ছবি না তুলে বাতাস আসার ব্যবস্থা করতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। খাইরুল ইসলাম খান্নুর স্ত্রী পরিষ্কার বেগমও হাটে এসেছেন। ‘রাজা বাবু’র শরীর পানি দিয়ে বার বার ধুয়ে দিচ্ছেন।

খাইরুল ইসলামের মেয়ে ইতি আক্তারও হাটে এসেছেন। এসএসসি পাস করার পর ২০১৭ সালে সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্র থেকে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মাছ চাষ ও কৃষিবিষয়ক তিন মাসব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন তিনি। রাজা বাবুকে দেখতে উৎসুক জনতার ভিড়।  ছবি: বাংলানিউজ‘রাজা বাবু’র সার্বিক দেখভাল করছেন ইতি। কিন্তু গাবতলীতে এসে বিপাকে পড়েছেন। ইতি বাংলানিউজকে বলেন, মানুষের বিবেক কম। রাজা বাবু গরমে বাঁচে না। অথচ মানুষের সেলফি তুলবে ফেসবুকে দিতে। মানুষকে অনুরোধ করেও সরানো যায় না। কি করবো! পুলিশ ডাকছি মানুষ সরানোর জন্য। রাজা বাবুর সঙ্গে সেলফি ঠেকাতে হিমশিম ইতি।  ছবি: বাংলানিউজ‘রাজা বাবু’র প্র‌তি‌দি‌নের খাবারের তা‌লিকায় থাকে ২০ কে‌জি ভুষি, ১০ হা‌লি কলা, ২ কে‌জি মাল্টা, পাঁচ হা‌লি কমলালেবু, ২ কে‌জি চিড়া, ১ পোয়া ইসুফগুলের ভূ‌সি, কয়েক‌টি বেল ও ডাব দি‌য়ে বানা‌নো শরবত। ‘রাজা বাবু’র বয়স তিন বছর ১০ মাস। ছয় দাঁতের ষাঁড়টির উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, লম্বা ৮ ফুট। হাটে এখনও ১৮ লাখ দাম উঠেছে। ‘রাজা বাবু’র দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা। ‘রাজা বাবু’ই গাবতলী হাটের রাজা। যে কারণে শত শত মানুষের ভিড় ‘রাজা বাবু’কে ঘিরে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমআইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।