ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদের দিন গাবতলী হাটে ছাগলের দামে মিলছে গরু!

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
ঈদের দিন গাবতলী হাটে ছাগলের দামে মিলছে গরু! গাবতলী হাটে ঈদের দিনও চলছে বিকিকিনি/ছবি: বাংলানিউজ

ঢাকা: ঈদের দিনও গাবতলী পশুর হাট থেকে ট্রাকভর্তি করে গরু ফিরে যাচ্ছে। ব্যাপারীদের চোখে-মুখে কষ্টের ভাঁজ। আনা-নেওয়া আর হাটে ক’দিনের খরচ এখন মড়ার ওপর খাঁড়ার ঘা। লোকসানে পড়েননি এমন ব্যাপারী খুঁজে পাওয়া মুশকিল। 

বুধবার (২২ আগস্ট) গাবতলী হাটে ঘুরে ও ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাগলের বেচাকেনা নেই বললেই চলে। কারণ একটু বেশি দাম দিলেই মিলছে গরু।

তাই ক্রেতার আগ্রহ গরুর দিকে।

সাভারের ধামরাই এলাকার ছাগলের ব্যাপারী সুরত আলী বাংলানিউজকে বলেন, আমি গতকাল একটি খাসী বিক্রি করেছি ৫০ হাজার টাকায়। মাংস হবে ৪৫ কেজির মতো। আর আজ আড়াই মণ মাংস হবে এমন গরুই বিক্রি হচ্ছে ৪০-৪৫ হাজার টাকায়। তাহলে ছাগলের দামে তো গরুই পেয়ে গেলো। ছাগল কিনবে কেন। আমাদের বেচাকেনা মোটেই নেই।

গাবতলী হাটে ঈদের দিনও চলছে বিকিকিনি/ছবি: বাংলানিউজপাবনার সাঁথিয়ার রাশেদ আলী ব্যাপারী হাটে বড় বড় ১০টি গরু তুলেছেন। এর মধ্যে তিনটি গরু লোকসানে বিক্রি করেছেন। বাকি সাতটি বাড়ি নিয়ে যাবেন। একেবারে ভেঙে পড়েছেন রাশেদ।  

‘ঈদের দিনও অনেকে কোরবানির জন্য গরু কিনতে এসেছেন। কিন্তু ঈদের দিন গরুর দাম আরও কম বলে। কিছু কিছু মানুষের বিবেক নেই। ২ লাখ ৪০ হাজার টাকার গরু মাত্র ৮০ হাজার টাকা দাম বলে। ছাগলের বদলে আজ অনেকে গরু কিনছে।

কুষ্টিয়ার রফিকুল বলেন, গরুর দাম একেবারে অর্ধেক হয়ে গেছে। আমি আড়াই মণ মাংস হবে এমন গরু ৪০ হাজারে বিক্রি করছি। অথচ ৬০ হাজার টাকা দাম হওয়া উচিত ছিল।

মলিন মুখে বসে ব্যাপারীরাব্যাপারীদের এবার মাথায় হাত। সবাই গরু নিয়ে ফিরছেন নিজ নিজ গন্তব্যে। চাঁপাইনবাবগঞ্জের কাশিম ব্যাপারী। ১১০টি গরু হাটে তুলেছেন। এর মধ্যে মাত্র ১০টি বিক্রি করেছেন। গরু ঢাকায় আনতে প্রতি ট্রাকের ভাড়া ২৮ হাজার টাকা খরচ হয়েছে। একই পরিমাণে খরচ হবে তার ফিরিয়ে নিতেও।

টেনশনে কারো সঙ্গে কথা বলছেন না কাশিম। ঈদ মাটি করে ঘাড়ের গামছা দিয়ে চোখ মুছতে মুছতে হাট ছাড়ছেন ব্যাপারীরা।  

ব্যাপারীদের দাবি, এবার গেরস্ত ভালো দাম পেয়েছে। তাদের কাছ থেকে চড়া দামে গরু কিনেছেন ব্যাপারীরা।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।