ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোস্তায় জমে উঠেছে চামড়ার বাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
পোস্তায় জমে উঠেছে চামড়ার বাজার রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা চামড়া এখন যাচ্ছে পোস্তায়। ছবি: বাংলানিউজ

ঢাকা: পশু কোরবানি শেষে এখন চলছে চামড়া কেনাবেচা। রাজধানীর সবচাইতে বড় পাইকারি বাজার লালবাগের পোস্তার আড়তগুলোতে এখন চলছে লবণ ছাড়া কাঁচা চামড়া বেচাকেনার ধুম।

বুধবার (২২ আগস্ট) দুপুরে যারা চামড়া নিয়ে এসেছেন তারা একটু দামেই বিক্রি করেছেন। বিকেলে কাঁচা চামড়া বিক্রিতে ভাটা।

রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা চামড়া এখন যাচ্ছে পোস্তায়। এবার কাঁচা চামড়া বেচাকেনায় সরকারি দামের ধারের কাছে নেই। কেউ নির্ধারিত দর মানছেন না। যে যার খেয়াল খুশিমতো চামড়া কিনছেন এবং বিক্রি করছেন।

পোস্তার চামড়া ব্যবসায়ী আয়ুব আলী বাংলানিউজকে বলেন, অহন দাম পাইতাছি। দুপুরে আটটি চামড়া বিক্রি করে ৫০০ টাকা আয়ছে। অহন দু’টি বিক্রি করে ৪০০ টাকা লাভ হয়েছে। দাম ঠিক নাই। চামড়া ৯০০-১২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

ঢাকা হাইডস অ্যান্ড স্কিনের ওমর আলী বাংলানিউজকে জানান, চামড়ার দাম ঠিক নাই। মাত্র চামড়া আসা শুরু করেছে। সন্ধ্যার মধ্যে পুরো এলাকায় হাঁটার জায়গা থাকবে না। এ বছর চামড়ার দাম অনেক কম। বড় আকারের একটা চামড়া ১২০০-১৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।

তিনি জানান, কাল-পরশুও পুরান ঢাকার অনেক জায়গাতে পশু কোরবানি হবে। সেক্ষেত্রে চামড়া আসতে থাকবে আরও দুই-তিন দিন।

** পানির দরে চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমী ব্যবসায়ীরা
** ধানমন্ডির রাস্তায়ই এখন ‘চামড়াপল্লি’

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এসএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।