ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডরিন পাওয়ারের ৭ কর্মকর্তাকে ২৫ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ডরিন পাওয়ারের ৭ কর্মকর্তাকে ২৫ লাখ টাকা জরিমানা ডরিন পাওয়ার লিমিটেড

ঢাকা: ইনসাইডার ট্রেডিংয়ের দায়ে ডরিন পাওয়ার লিমিটেডের জিএম-ডিজিএমসহ সাত কর্মকর্তাকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ইনসাইডার ট্রেডিং রুলস, ১৯৯৫ লঙ্ঘন করায় ডরিন পাওয়ার কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) চৌধুরী ফারাহ নাজ সামিয়া ও ওয়াহিদুজ্জামান খানকে ১০ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কোম্পানিটির সিনিয়র জিএম মোহাম্মদ ফজলে এলাহি খান, জিএম ইকবাল হোসাইন, সহকারী জিএম ও কোম্পানি সচিব মাসুদুর রহমান ভূঁইয়া, স্বাধীন পরিচালক মাহতাব বিন আহমেদ এবং সিএফও আফরোজ আলমকে এক লাখ করে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এমএফআই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।