ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুদ্ধাচার পুরস্কার পাবেন আর্থিক প্রতিষ্ঠান কর্মকর্তারাও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
শুদ্ধাচার পুরস্কার পাবেন আর্থিক প্রতিষ্ঠান কর্মকর্তারাও

ঢাকা: শুদ্ধাচার চর্চায় ব্যাংক ও সরকারি দফতরগুলোর মতো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তাদেরও পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, শুদ্ধাচার চর্চায় সরকারের কার্যক্রমের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহেও শুদ্ধাচার কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে ‘শুদ্ধাচার পুরস্কার দেওয়া নীতিমালা’ প্রণয়ন করা হয়েছে।

এ নীতিমালা অনুসরণে আপনাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় প্রণোদিত করণের লক্ষ্যে ২০১৮ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিতে হবে।

এর আগে, শুদ্ধাচার কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ব্যাংকসমূহের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার দেওয়ার উদ্দেশে ‘শুদ্ধাচার পুরস্কার দেওয়া নীতিমালা’ প্রণয়ন করেছে। এই নীতিমালা অনুসরণ করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা শুদ্ধাচার চর্চা করলে প্রতি ইংরেজি পঞ্জিকাবর্ষে (২০১৮ সাল থেকে) পুরস্কার দেওয়া হবে।
 
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন হয়। সব মন্ত্রণালয়, বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শুদ্ধাচার বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। এসব প্রতিষ্ঠান কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে। আর পরিকল্পনায় পুরস্কার দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।