ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউএস-বাংলা হাইটেক-এনডিই স্টিল স্ট্রাকচারসের চুক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
ইউএস-বাংলা হাইটেক-এনডিই স্টিল স্ট্রাকচারসের চুক্তি চুক্তি স্বাক্ষর

ঢাকা: ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কনস্ট্রাকশন কোম্পানি এনডিই স্টিল স্ট্রাকচারস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) এনডিই স্ট্রাকচারসের গুলশানের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা হাই-টেক ইন্ডাস্ট্রিজের কাহেনা-পেরাবো, জামপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জে স্টিল স্ট্রাকচারের কনস্ট্রাকশন সংক্রান্ত যাবতীয় কর্মযজ্ঞ এখন থেকে পরিচালনা করবে এনডিই স্টিল স্ট্রাকচারস।  

চুক্তিতে স্বাক্ষর করেন ইউএস-বাংলা হাই-টেক ইন্ডাস্ট্রিজের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী এবং এনডিই স্টিল স্ট্রাকচারসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইমরান মোস্তাফিজ।  

এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।