ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘উইমেন লিডারশিপ এক্সিলেন্স’ পুরস্কার পেলেন ইয়াশা সোবহান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
‘উইমেন লিডারশিপ এক্সিলেন্স’ পুরস্কার পেলেন ইয়াশা সোবহান বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিপণন ও পরিচালন দক্ষতায় বিশেষ অবদান রাখায় ‘উইমেন লিডারশিপ এক্সিলেন্স’ পুরস্কারে ভূষিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান।

রোববার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু’তে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এ বছর তিনটি ক্যাটাগরিতে মোট ৬৪ জনকে এই পুরস্কার দিয়েছে সিএমও এশিয়া।

এর মধ্যে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।  

তার সঙ্গে এ পুরস্কার পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আরও ১১ নারী।

বাকি অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড ও বাংলাদেশ মাস্টার ব্র্যান্ড অ্যাওয়ার্ড।

বাংলাদেশে সফল নারীদের স্ব স্ব ক্ষেত্রে উত্‍কর্ষতার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে সিএমও এশিয়া।

ইয়াশা সোবহানের গতিশীল বিপণন ও পরিচালন দক্ষতায় সফলতার পরশ পাচ্ছে- বসুন্ধরা টিস্যু, বসুন্ধরা পেপার, মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, বাবা রাফি, ফুড হলসহ শিল্পগোষ্ঠীটির নানা পণ্য।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।