ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২২ দিন পর আখাউড়া বন্দর দিয়ে মাছ রফতানি শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
২২ দিন পর আখাউড়া বন্দর দিয়ে মাছ রফতানি শুরু  আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া: টানা ২২ দিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রফতানি শুরু হয়েছে।

ভারতের ত্রিপুরার রাজ্য আগরতলায় ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের অভ্যন্তরীণ কোন্দল শেষে শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বন্দর দিয়ে মাছ রফতানি শুরু করেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে সেখানকার ব্যবসায়ী ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের বৈঠক হয়।

উভয়পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে মাছ রফতানি শুরু হয়।

এর আগে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে বিজেপির কয়েকজন নেতা ৫ সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের রফতানি করা মাছ আটকে দেন। ওইদিন রফতানি করা ১০ টনেরও বেশি মাছ সন্ধ্যা পর্যন্ত আগরতলা বন্দরে আটকে থাকায় পচে যায়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন দুই দেশের ব্যবসায়ীরা।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।