ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
রংপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স সভায় বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি: বাংলানিউজ

রংপুর: স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি ব্যাংক সঞ্চয়সহ ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণের উদ্দেশে রংপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যালি শেষে বেলুন উড়িয়ে এ কনফারেন্সের উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। পরে নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ান বাংকের এসএভিপি সুধীর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক জোয়ারদার ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) জুলকার নায়েন।

প্রধান অতিথির বক্তব্যে জোয়ারদার ইসরাইল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে স্কুল ব্যাংকিং অন্যতম। ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ বিষয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। মাত্র ১০ টাকা দিয়ে শিক্ষার্থীরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ও আর্থিক লেনদেন করতে পারবে।

তিনি বলেন, তফসিলি ব্যাংকের প্রতিটি শাখা বছরে একবার তার কর্ম এলাকার মধ্যে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান কার্যালয় থেকে তা তদারকি করা হবে। ফলে স্কুল ব্যাংকিং বিষয়ে কেউ আগ্রহ হারাবে না।

সভা শেষে স্কুল ব্যাংকিং বিষয়ে বিশেষ ভিডিও প্রদর্শন, শিক্ষার্থীদের মধ্যে কুইজ ও পুরস্কার দেওয়া হয়।

কনফারেন্সে রংপুরের বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।