ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুর্গাপূজা উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দ‌র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
দুর্গাপূজা উপলক্ষে ৬দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দ‌র ভোমরা স্থলবন্দ‌র। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দ‌রে টানা ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বন্দর সূত্রে জানা যায়, ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এ‌জেন্ট অ্যা‌সো‌সি‌য়েশন ও ভোমরা সিঅ্যান্ডএফ এ‌জেন্ট অ্যা‌সো‌সি‌য়েশনের যৌথ সিদ্ধা‌ন্তে সোমবার (১৫ অক্টোবর) থেকে শনিবার (২০ অক্টোবর) পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ সময় দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার সাগর সেন বাংলা‌নিউজ‌কে জানান, ‌রোববার (২১ অক্টোবর) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।