ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা পেপারের হাইজিন পণ্যের সেলস কনফারেন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বসুন্ধরা পেপারের হাইজিন পণ্যের সেলস কনফারেন্স

কক্সবাজার: কক্সবাজারে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হাইজিন পণ্যের বিক্রয়কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সেলস কনফারেন্স-২০১৮’।

শনিবার (২০ অক্টোবর) কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ কনফারেন্সের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

কনফারেন্সে বসুন্ধরা গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মির্জা মুজাহিদুল ইসলাম, হেড অব প্ল্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসান, এক্সিকিউটিভ ডিরেক্টর (এএইচআর) দেলোয়ার হোসেন, হেড অব মার্কেটিং তৌফিক হাসান, জিএম (সেলস) গোলাম সারওয়ার, জিএম (ফাইন্যান্স) কামরুল হাসান, জিএম (অডিট) ইলিয়াস হোসেনসহ দুই শতাধিক কর্মকর্তা যোগ দেন।

কনফারেন্সে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান গ্রুপের বিক্রয়কর্মীদের অকৃত্রিম সহায়তা ও কর্মদক্ষতা প্রদর্শনের জন্য তাদের সাধুবাদ জানান। একইসঙ্গে বেস্ট পারফরমারদের হাতে ক্রেস্ট তুলে দেন।

বসুন্ধরা হাইজিন পণ্যের সম্ভারে রয়েছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন, বসুন্ধরা ডায়াপ্যান্ট, বসুন্ধরা বেবি ডায়াপার, বসুন্ধরা বেবি ওয়াইপ্স, বসুন্ধরা ওয়েট ওয়াইপ্স, ডায়াকেয়ার অ্যাডাল্ট ডায়াপার, মোনালিসা মেকআপ রিমুভার ওয়াইপ্স, হ্যান্ড গ্লাভস, কটন বাডস, ফেস মাস্ক, লেমন ওয়েট টিস্যু, ওয়েলকাম ওয়েট টিস্যু ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।