ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাঠ পর্যায়ে গাড়ি পেলেন ২৯ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
মাঠ পর্যায়ে গাড়ি পেলেন ২৯ কর্মকর্তা গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান

ঢাকা: মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি বৃদ্ধির জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৯ কর্মকর্তাকে গাড়ি দেওয়া হয়েছে। যুগ্ম-পরিচালক ও উপ-পরিচালক হিসেবে এসব কর্মকর্তা কর্মরত রয়েছেন।
 

সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে ২৯ কর্মকর্তার হাতে গাড়ির চাবি তুলে দেন। ।

কৃষি শুমারি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের আওতায় গাড়িগুলো দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ৪৯ জন কর্মকর্তাকে গাড়ি দেওয়া হবে। প্রাথমিক ২৯ কর্মকর্তাকে দেওয়া হয়েছে। বাকি ২০ জনকে আগামী ১৫ দিনের মধ্যে গাড়ির চাবি হস্তান্তর করা হবে। এবারই প্রথম মাঠ পর্যায়ে এসব কর্মকর্তা গাড়ি পেলেন।
 
১০ বছর পরপর কৃষি শুমারি পরিচালিত হয়। ২০০৮ সালের চতুর্থ কৃষি শুমারির পর চলতি বছর পঞ্চম শুমারি হতে যাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত কৃষি শুমারিতে গ্রাম ও শহরের সব তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে।

জানা গেছে, প্রকল্পের প্রধান কার্যক্রম কৃষি, মৎস্য ও প্রাণী শুমারি। সরকারের নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণে কৃষি জমির পরিমাণ, জমির ব্যবহার, কৃষক, শস্য উৎপাদন, মৎস্য উৎপাদন এবং পাণিসম্পদ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করতে কর্মকর্তারা এসব গাড়ি ব্যবহার করবেন।

গাড়ির চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবিএস মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন।

প্রকল্প পরিচালক জাফর আহমেদ খান বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। মাঠ পর্যায়ে বিবিএস’র কাজের গতি বাড়াতেই প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন। গাড়ি হস্তান্তরের মাধ্যমে বিবিএস’র কাজের গতি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।