ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে পঞ্চম দিনে ২ কোটি ২৯ লাখ টাকা আয়কর আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
রাজশাহীতে পঞ্চম দিনে ২ কোটি ২৯ লাখ টাকা আয়কর আদায় আয়কর মেলায় চলছে কার্যক্রম

রাজশাহী: রাজশাহী কর অঞ্চল আয়োজিত সপ্তাহব্যাপী করমেলার পঞ্চম দিনে ২ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৮৪০ টাকা আয়কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন দাখিল হয়েছে ৫ হাজার ১৯৮টি। টিআইএন নিয়েছেন নতুন ১৬৫ জন করদাতা।

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার আবু নসর মো. মাহাবুবুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। এদিন ১৩ হাজার ২৩৩ জন করদাতা সেবা নিয়েছেন।

 

মো. মাহাবুবুজ্জামান বলেন, কর দিতে উদ্বুব্ধ করতে মেলায় নতুন টিআইএন রেজিস্ট্রেশন, রি-রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের টিআইএন সনদ দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হচ্ছে।

মুক্তিযোদ্ধা, নারী ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সপ্তাহব্যাপী আয়কর মেলা চলবে আগামী সোমবার (১৯ নভেম্বর) পর্যন্ত।  

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় সেবা নিচ্ছেন লোকজন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।