ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়দেবপুরে এক্সিম ব্যাংকের ১২২তম শাখা উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জয়দেবপুরে এক্সিম ব্যাংকের ১২২তম শাখা উদ্বোধন শাখা উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা।

ঢাকা: গাজীপুরের জয়দেবপুরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ১২২তম শাখার উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জয়দেবপুরে অবস্থিত শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া অর্থনীতিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যাংকের আমানত প্রকল্পসমূহ এবং ব্যবসা-বাণিজ্য প্রসারে ব্যাংকের বহুমুখী বিনিয়োগ প্রকল্পের কথা উল্লেখ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উত্তরা শাখার সভাপতি রাবেয়া চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ আব্দুল বারীসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।