ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্বাচনের বছরে ৭ শতাংশের কম হবে না প্রবৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
নির্বাচনের বছরে ৭ শতাংশের কম হবে না প্রবৃদ্ধি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: নির্বাচনের বছর অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে অথনৈতিক প্রবৃদ্ধি ভালো হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবদুল মাল আবুল মুহিত। তিনি বলেন, নির্বাচনের বছরে দেশের প্রবৃদ্ধি কোনোভাবেই ৭ শতাংশের নিচে হবে না।

বুধবার (০৫ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত ও অথনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।  

তিনি বলেন, দেশের অর্থনীতিতে এখনও চাঙ্গা ভাব আছে।

তবে গত চার মাসে রাজস্ব প্রবৃদ্ধি কেন কমলো তা আমার জানা নেই। চার মাসে রাজস্ব প্রবৃদ্ধি মাত্র ৬ শতাংশ, চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৮৬ শতাংশ।

এদিকে বিশ্বব্যাংক চলতি অর্থবছরে (২০১৮–১৯) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি জানায়, অভ্যন্তরীণ চাহিদার কারণে এই প্রবৃদ্ধি হবে। মেগা প্রকল্পের কারণে সরকারি বিনিয়োগ বাড়ছে। কিন্তু ব্যবসায় পরিবেশে উন্নতি না হওয়ায় বেসরকারি বিনিয়োগে তেমন উন্নতি হয়নি। এজন্য প্রবৃদ্ধিকে সংখ্যা দিয়ে না দেখে গুণগত মান দিয়ে দেখা উচিত। প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাচ্ছে কি না, তা দেখতে হবে।

বিশ্বব্যাংক মনে করে, সামষ্টিক অর্থনীতিকে চার ধরনের চাপ আছে। এগুলো হলো খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির উল্লম্ফন, বিদেশি অর্থায়নের ঘাটতি, তারল্য সংকট এবং বাজেট ঘাটতির পরিমাণ বৃদ্ধি। এছাড়া বেসরকারি খাতে বিপুল বিনিয়োগ দরকার। বড় অবকাঠামোতে আরও সরকারি–বেসরকারি বিনিয়োগ করতে হবে। প্রবাসী আয় ও রপ্তানিতে আয় বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। রাজস্ব আদায় বৃদ্ধিতে নতুন ভ্যাট আইনটি বাস্তবায়ন করা জরুরি। বিদ্যুতের লোড ব্যবস্থাপনা সঠিকভাবে কার্যকর করতে পারলে বছরে ১৬৫ কোটি ডলারের সমপরিমাণ তেলের দাম সাশ্রয় করা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।