ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেয়াদ বাড়লো সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
মেয়াদ বাড়লো সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার

সিলেট: সিলেটে মাসব্যাপী চলা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 

রোববার (০৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব একেএম আলী আহাদ স্বাক্ষরিত এক পত্রে বাণিজ্য মেলার মেয়াদ ২০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।

গত ২৮ নভেম্বর বাণিজ্য মেলার মেয়াদ বৃদ্ধি করার লক্ষ্যে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির আবেদনের প্রেক্ষিতে একটি স্মারকে সিলেট সদর উপজেলা মাঠে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার বৃদ্ধি করে নোটিশ পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়।


 
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ বাংলানিউজকে বলেন, চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক, সিলেট জেলা প্রশাসক, এসএমপি পুলিশ কমিশনার, এফবিসিসিআই’র সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব ও সদর উপজেলা চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।