ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লা অঞ্চলে সেরা করদাতা ফেনীর স্টার লাইন পরিবহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
কুমিল্লা অঞ্চলে সেরা করদাতা ফেনীর স্টার লাইন পরিবহন করদাতা সম্মাননা পুরস্কার অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ফেনী: কুমিল্লা অঞ্চলে সেবা খাতে সেরা করদাতার সম্মাননা পেয়েছে স্টার লাইন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্টার লাইন স্পেশাল পরিবহন।

সোমবার (১০ ডিসেম্বর) সকালে কুমিল্লার একটি রেস্টুরেন্ট মিলনায়তনে কুমিল্লা কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ কমিশনারেট আয়োজিত ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’ শীষক সেমিনারে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট মারগূব আহমদ।

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এম মিজানুর রহমান, কুমিল্লা অঞ্চলেরর কর কমিশনার আবু মো. কামরুল হাসান।   

কুমিল্লা ভ্যাট কাস্টমস ও এক্সাইজ কমিশনার মাহবুবুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার মুশফিকুর রহমান।  

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা জনি চক্রবর্তী। অনুষ্ঠানে কুমিল্লা কর অঞ্চলের ১৩৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।  

এ সময় স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে অতিথিদের কাছ থেকে দু'টি সম্মাননা গ্রহণ করেন পরিচালক মাঈন উদ্দিন।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।