ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাককর্মীদের সঙ্গে সরকারের বৈঠক বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
পোশাককর্মীদের সঙ্গে সরকারের বৈঠক বিকেলে শ্রমিকদের বিক্ষোভ।

ঢাকা: নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে বিক্ষুব্ধ পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে সরকার। এতে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় শ্রম ভবনের সম্মেলন কক্ষে এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন তৈরি পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী।

তিনি বাংলানিউজকে বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী।

 বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসই/এএটি

*** কালশীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।