ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অথবা.কমে মিলবে রিচম্যান, ইনফিনিটি ও লুবনানের পণ্য

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
অথবা.কমে মিলবে রিচম্যান, ইনফিনিটি ও লুবনানের পণ্য ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের সঙ্গে অথবা ডট কমের চুক্তি স্বাক্ষর। ছবি: বাংলানিউজ

ঢাকা: অনলাইনে কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডট কম’ (www.othoba.com) থেকে লাইফস্টাইল পণ্যের জনপ্রিয় তিন ব্র্যান্ড ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। 

এ লক্ষ্যে ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের সঙ্গে ‘অথবা ডট কম’ এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।  
 
সোমবার (৭ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় ‘অথবা ডট কম’ এর প্রধান কার্যালয়ে এ চুক্তি সই করা হয়।

 

এতে ইনফিনিটি, লুবনান ও রিচম্যানের পক্ষে লুবনান ট্রেড কনসোর্টিয়াম লিমিটেডের চিফ কো-অর্ডিনেশন অফিসার জি এম রাশেদুল হক এবং ‘অথবা ডট কম’ এর হেড অব বিজনেস আজিম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘অথবা ডট কম’ এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নূর মোহাম্মদ রাসেল, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুণ্ডু, সিনিয়র এক্সিকিউটিভ জহিরুল ইসলাম এবং লুবনান ট্রেড কনসোর্টিয়ামের সিনিয়র এক্সিকিউটিভ (ই-কমার্স) নাফিজ ইব্রাহীম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।