ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীকে ওয়ালটন পরিবারের শুভেচ্ছা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
প্রধানমন্ত্রীকে ওয়ালটন পরিবারের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে ওয়ালটন পরিবারের শুভেচ্ছা

টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো বাংলাদেশের সরকার প্রধান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের দ্রুত অগ্রসরমান ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স শিল্পের পথ প্রদর্শক ওয়ালটন পরিবার। 

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম ও অপারেটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ।

 

শুভেচ্ছা বিনিময়কালে ওয়ালটন কম্প্রেসর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি খুচরা যন্ত্রাংশ ইউরোপিয়ান ইউনিয়নে রফতানি হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিপণ্য খাতের বিকাশসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখায় ওয়ালটন পরিবারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।