ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে ৩ দিনব্যাপী মাইডাস এসএমই ট্রেড ফেয়ার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
রাজশাহীতে ৩ দিনব্যাপী মাইডাস এসএমই ট্রেড ফেয়ার শুরু মাইডাস এসএমই ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে নারী উদ্যোক্তাদের জন্য শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মাইডাস এসএমই ট্রেড ফেয়ার’।

কানাডীয় সরকারের সহযোগিতায় বেসরকারি সংস্থা মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস) এ ট্রেট ফেয়ারের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় নগর ভবনের গ্রিন প্লাজায় এ ট্রেট ফেয়ারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার ব্রেনয়ে প্রেফন্তায়েনে।

এ সময় উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী ও সমাজসেবক শাহীন আক্তার রেণী।

মেলায় মাইডাস থেকে প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পোশাক, জুতা, ব্যাগ, ঘর সাজানোর উপকরণ, কসমেটিক্স ও মুখরোচক খাবার প্রদর্শিত হচ্ছে।

প্রায় শতাধিক স্টল এ মেলায় অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।