ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফাস্ট ট্র্যাক পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটর কনফারেন্স

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ফাস্ট ট্র্যাক পেট্রোলিয়ামের ডিস্ট্রিবিউটর কনফারেন্স মোড়ক উন্মোচন করছেন চিত্রনায়িকা নিপুণ ও নায়ক সায়মন সাদিক।

ঢাকা: ফাস্ট ট্র্যাক পেট্রোলিয়াম লিমিটেডের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গুলশান-১ এর সেলিব্রেটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির দু'টি নতুন ইঞ্জিন অয়েলের ( MOTOZ M7 ও MOTOZ M9) মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক সায়মন সাদিক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাইপ্রো ব্র্যান্ড ইঞ্জিন অয়েলের উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডঅয়েল (এসডিএনবিএইচডি) মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ফোচিন হোয়েই। এছাড়াও গ্রুপের চেয়ারম্যান এনায়েত করিম, ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।



পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।