ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসিআই মটরস’র ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল বিক্রয় সূচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
এসিআই মটরস’র ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল বিক্রয় সূচনা

ঢাকা: এসিআই লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড। এ অঙ্গপ্রতিষ্ঠানের ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল একমাত্র পরিবেশক হিসেবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) এসিআই মটরসের প্রধান কার্যালয় এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয় ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল’র প্রথম গ্রাহকগণের হস্তান্তর অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ড. আরিফ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক, এসিআই লিমিটেড, ড. এফএইচ আনসারী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এসিআই মটরস লিমিটেড।

এছাড়া ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল’র গ্রাহক, এসিআই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য শুভানুধ্যায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফোটন বিশ্বের সর্ববৃহৎ কমার্শিয়াল ভেহিক্যাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ফোটন কর্তৃক উৎপাদিত ও বিপণনকৃত মোট ৮০ লাখ কমার্শিয়াল ভেহিক্যাল, বৈশ্বিক অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অগ্রণী ভূমিকা পালন করছে।

বাংলাদেশে এসিআই মটরস ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল’র একমাত্র পরিবেশক। ফোটন কর্তৃক উৎপাদিত সব প্রকার কমার্শিয়াল ভেহিক্যাল যেমন- ১-৩.৫ টন পিকআপ, ট্রাক, ডাবল কেবিন পিকআপ, মাইক্রোবাস, এসইউভি, ডাম্প ট্রাক, প্রাইম মুভার, ট্রানজিট মিক্সার ইত্যাদি এসিআই মটরস বিপণন শুরু করেছে।  

ভবিষ্যতে এসিআই মটরস স্থানীয়ভাবে কমার্শিয়াল ভেহিক্যাল সংযোজনে ও উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে। কৃষি যন্ত্রপাতি, কন্সট্রাকশন ইকুইপমেন্ট ও মোটরসাইকেলসহ অন্যান্য পণ্যে এসিআই মটরস বিক্রয়ত্তোর সেবার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯ৎ
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।